lily1
magpie – Copy
rice-plant – Copy
tiger – Copy

নতুন দিগন্ত, নতুন প্রান, নতুন দিনের আহবান, গড়বো মোরা মোদের দেশটি, সাথে আছে এসবিআইটি ।

আমাদের গল্প

আমাদের সকলেরই দেশকে ঘিরে কিছু স্বপ্ন থাকে। দেশ ও দশের জন্য কিছু করার সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য প্রয়োজন হয় নিষ্ঠার সাথে নিরলস পরিশ্রম করে যাওয়া, শত বাধার মাঝেও এগিয়ে যাওয়া আর দরকার হয় মানুষকে ভালোবাসার। সেই স্বপ্নগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে একটু একটু করে চলতে শুরু করলো আমাদের সোনার বাংলা আইটি সোসাইটি। সারাদেশে আইটি শিক্ষাকে ছড়িয়ে দিতে নিয়ে এল ফ্রী আইটি প্রশিক্ষন।

বিস্তারিত

আমাদের কার্য্যক্রম

সোনার বাংলা আইটি সোসাইটির মূল লক্ষ্য হল তথ্যপ্রযুক্তি সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা। ওপেন সোর্স অপারটিং সিস্টেম সম্পর্কে ধারণা প্রদান ও প্রশিক্ষণ দেয়া। আউটসোর্সিং সম্পর্কে শিক্ষার্থীদের আরো বেশি আগ্রহী করে তোলা। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফ্রি ওয়েবসাইট তৈরী করে দেয়ার মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী অনলাইন ভিত্তিক করে গড়ে তোলা। তথ্য প্রযুক্তির এই যুগে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও এগিয়ে যেতে হবে, গড়তে হবে সোনার বাংলা। তারই ধারাবাহিকতায় আমাদের সোনার বাংলা আইটি সোসাইটি এর পথ চলা। সর্বপরি সারাদেশে আইটি সেবা ছড়িয়ে দেয়া এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি আইটি প্রশিক্ষণ দেয়াই আমাদের লক্ষ্য । আমাদের স্বপ্ন উন্নত বিশ্বের মত একটি ওয়েব ভিত্তিক  শিক্ষাব্যাবস্থা গড়ে তোলা এবং টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলার প্রতিটি শিশু, কিশোর ও তরুণ-তরুণীকে তথ্যপ্রযুক্তির  বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করা।  সকলের সম্মলিত প্রচেষ্টায় আমরা দেশকে তথপ্রযুক্তিতে আরো এগিয়ে নিয়ে যেতে চাই,  উন্নত বিশ্বের সাথে দাঁড়াতে পারব এক কাতারে।

বিস্তারিত

সাম্প্রতিক সংবাদ

ফটোগ্যালারি

ভলান্টিয়ার হউন

আপনি কি পরিবর্তনের স্বপ্ন দেখেন?

তাহলে চলে আসুন সোনার বাংলা গড়ে তুলতে সকলের সম্বলিত প্রচেষ্টাই যথেষ্ট। তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাওয়া বাংলাকে আরও এগিয়ে নিতে প্রয়োজন সকলের একটু সহায়তা।

আসুন নতুন কিছু করি, নতুন স্বপ্ন বুনি, নতুন দিনের নতুন সূর্যের আলোয় আলোকিত হবে আমাদের বাংলাদেশ। গড়ে উঠবে আমাদের সোনার বাংলা।

এই মহান কাজের সারথি হতে আপনাকে স্বাগতম জানাই।

ইমেইলে সাবস্ক্রাইব করুন

আমাদের সর্বশেষ সংবাদ পেতে চাইলে ইমেইলে  সাবস্ক্রাইব করুন  

সোনার বাংলাদেশ